ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে এসেছে : সুলতানা কামাল
- আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৭০৯ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে এসেছে। জনগণের করের টাকার বিন্দুমাত্র তোয়াক্কা করছে না প্রতিষ্ঠানটি। এমন মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
সাত মসজিদ সড়কসহ সকল সড়ক বিভাজনে গাছ কাটা বন্ধের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিশিষ্টজনরা। এ সময় সুলতানা কামাল বলেন, সিটি করপোরেশনের দায়িত্বে যারা আছেন, তারা বধির ও সৌন্দর্যজ্ঞানহীন। ভোটের তোয়াক্কা করে না বলেই তারা নগরবাসীর সাথে এমন আচরণ করছে। দেশের ইতিহাসে আর কোনো সিটি করপোরেশন এমন নৃশংস আচরণ দেখায়নি বলেও অভিযোগ করেন তিনি। সৌন্দর্যবর্ধনের নামে হঠাৎ করেই রাজধানীর সাত মসজিদ রোডের গাছ কাটা শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয়দের আপত্তি থাকার পরও বিশ থেকে পঁচিশ বছর বয়সী প্রায় ছয়শো গাছ কেটে ফেলা হয়। অবশিষ্ট ত্রিশটি গাছ রক্ষায় রাতভর সাত মসজিদ রোডে পাহারা বসানো হয় ‘সড়কে গাছ রক্ষা আন্দোলনের’ পক্ষ থেকে।
রাতভর সড়ক বিভাজনের গাছ পাহারা দিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গাছরক্ষা আন্দোলনের কর্মীরা।