ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাদারটেকের সিঙ্গাপুর সড়কের দুরাবস্থায় অতিষ্ঠ এলাকাবাসী
- আপডেট সময় : ১০:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাদারটেকের সিঙ্গাপুর সড়কের দুরাবস্থায় অতিষ্ঠ এলাকাবাসী। অপরিকল্পতিভাবে সুয়ারেজ পাইপ স্থাপন, কাজের ধীর গতির কারণে বেড়েই চলেছে জনদুর্ভোগ। পুরো সড়ক কেটে ফেলায় চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। আর উন্নয়নের স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড মাদারটেক এলাকার শরীফবাগের সিঙ্গাপুর সড়কের চিত্র এটি। জলাবদ্ধতা নিরসনে সড়ক খোঁড়াখুঁড়ির কারণে, এখন চরম দুর্ভোগে স্থানীয়রা। যান চলাচল দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াতও দুরূহ হয়ে পড়েছে। এতে বয়স্ক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি সীমা ছাড়িয়েছে। ধীর গতিতে কাজ হয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করা হবে।
নির্দেশনা না মেনে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করায়, জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কথা স্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। দ্রুত কাজ শেষ করার তাগিদ দেয়ার কথা জানান তিনি। কাজ দ্রুত শেষ হবে অবসান ঘটবে জনদুর্ভোগের এমন প্রত্যাশা সবার।