ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ২০৫৮ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, চলমান কোটা ইস্যু নিয়ে গতকাল সারাদেশে ছয়জন নিহতের খবরে জীবনের অনিশ্চয়তায় ভুগছেন তারা। এর আগে গতকাল রাত ১১টার দিকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। এই নির্দেশনার প্রেক্ষিতে করণীয় নির্ধারণে সকালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। এদিকে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনার পর ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, কিছু শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেছেন।