ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ ও নিপীড়নকারী ৪ জন ভুয়া পুলিশ গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ ও নিপীড়নকারী ৪ জন ভুয়া পুলিশকে বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে ডিবি।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, চক্রটি এর আগেও দেড় হাজারেরও বেশি ছিনতাই ও ৫০ জন নারীর শ্লীলতাহানি করেছে।
২৫ আগস্ট কল্যাণপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণের মাস্টারমাইন্ড শাকিল আহম্মেদ রুবেল। সাথে গ্রেপ্তার তার আরো তিন সহযোগী।
উদ্ধার করা হয় অপহরনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, বিদেশি পিস্তলসহ নানা আলামত।
ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির প্রধান হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামি রুবেল এর আগেও দেড় হাজারেরও বেশী ছিনতাই করেছে। সেই সাথে অর্ধশতাধিক নারী নিপীড়নের সাথে জড়িত।
চক্রটির মূল টার্গেট বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েরা, জানান ডিবি প্রধান।
আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান, হারুন অর রশীদ।