ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করেছেন মোট শিক্ষার্থীর ২১ দশমিক ৭৫ শতাংশ। ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন করেন ২৭ হাজার ৩৭৪ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন। পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর আগে, গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গেলো বছর এ ইউনিটে পাসের হার ছিল ১৫ দশমিক চার নয় শতাংশ।