ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ট্রাকের পেছনে এ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ৬ জন
- আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৬ জন।
পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় ট্রাকচালক। তাকে আটকের জন্য কাজ করছে পুলিশ। পদ্মা দক্ষিণ থানার এসআই সুরুজ মিয়া বলেন, ওই অ্যাম্বুলেন্সে দুই নারী ছিলেন। নিতদের প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নেয়া হয়। অ্যাম্বুলেন্সে ছিলেন পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম, তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা, তাঁদের স্বজন ফজলে রাব্বী,নবচেতনা পত্রিকার ব্যুরোপ্রধান মাসুদ রানা, অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম, চালকের সহকারী হিরু মৃধা। অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।