ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
প্রশাসনের উদাসীনতায় ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের পাশে গড়ে উঠেছে অসংখ্য ময়লার ভাগাড়।
মহাসড়কের ময়মনসিংহ অংশের ৫৫ কিলোমিটারের অধিকাংশ জায়গা ময়লা ব্যবসায়ীদের দখলে। আইনের তোয়াক্কা না করেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে এসব ময়লা ব্যবসায়ীরা মহাসড়কের পাশে ময়লা ফেলে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এদিকে, এভাবে মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব বেড়ে এলাকার পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। এসব ময়লার ভাগাড় অপসারণে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকার ভুক্তভোগী জনসাধারণ।