ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ
- আপডেট সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এস এ মান্নান কচি দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মান্নাফী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ বজলুর রহমান ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর এস এম মান্নান কচি মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আবু আহম্মদ মান্নাফী ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ছিলেন হুমায়ুন কবির।