ঢাকা রেসিডেন্সিয়ালের ছাত্র রাহাতের অপমৃত্যুর ঘটনায় করা মামলার কার্যক্রম স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
একই সঙ্গে মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে আদালত। মামলা স্থগিত চেয়ে মতিউর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ওই ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন। ২০১৯ সালের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে অবহেলাজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাত নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।