ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত হবে শনিবার
- আপডেট সময় : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত হবে শনিবার। এই নির্বাচনে হারলেও তেমন কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিতর্কিত কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান ওবায়দুল কাদের।
বেঁজে উঠেছে ঢাকা সিটি নির্বাচনের ডামাডোল। আওয়ামী লীগের টিকিটে মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক অনেকেই দিনভর ভিড় করছেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে। ঢাকা সিটি নির্বাচন নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা তুলে ধরছেন আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক জানান, সিটি নির্বাচনে সঠিক প্রার্থী নির্ধারণ করা অন্যতম চ্যালেঞ্জ।
দলের কেন্দ্রিয় কমিটির অধিকাংশ সদস্যের নাম ঘোষণা হলেও বাকিদের নাম শীঘ্রই ঘোষণা হবে আর মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি। আগামী মাসে রাজধানীতে বিএনপির সমাবেশের সিদ্ধান্তকে স্বাগত জানান ওবায়দুল কাদের।