ঢাকাকে গড়ে তোলা হবে প্রধানমন্ত্রীর স্বপ্নের নগরী-ভেনিস বা সান্তোসার মতো করে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকাকে গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের নগরী- ভেনিস বা সান্তোসার মতো করে।
সকালে সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও খাল আধুনিকায়ন বিষয়ক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়রকে সাথে নিয়ে নিরলস কাজ করার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় ভুয়া কাগজপত্র তৈরি করে খাল দখল ও ভবন নির্মাণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।