ঢাকাকে নিরাপদ করতে সিসিটিভির আওতায় আনা হবে পুরো শহর : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঢাকা মহানগরীকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে পুরো শহরকে সিসিটিভির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি জানান, পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলো সিসিটিভির আওতায় আনা হবে। দুপুরে ‘নিরাপদ সড়ক চাই’ এর মহাসমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনা কমাতে সড়ক আইনের কঠোর প্রয়োগের দাবি জানান নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারমান ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক চাই -নিসচা’র নবম মহাসমাবেশ হয় রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সড়কের নিরাপত্তায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের দাবি জানান।
গতি কমিয়ে আইন মেনে যানবাহন চালানোর আহবান জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পনার কথা জানান তিনি।
ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকদের সড়কে না আসার অনুরোধ জানান আসাদুজ্জামান খান কামাল।