ঢাকায় বিএনপির গণসমাবেশে লাখো মানুষের ঢল
- আপডেট সময় : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে গণসমাবেশের অনুমতি পেয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত ছিলো রাজধানীর গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকা। তৃণমূল থেকে নানা বাধা পেরিয়ে আসা হাজারো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, সরকারের পদত্যাগের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনসহ মহাসচিব ও নেতাকর্মীদের মুক্তির দাবি। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটের অধিকার প্রতিষ্ঠারও দাবি তাদের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনায় মুখর তৃণমূলের নেতাকর্মীরা।
নানা নাটকীয়তার পর ঢাকায় বিএনপির গণসমাবেশে লাখো মানুষের ঢল নামে। আগের নয়টি গণসমাবেশের মতো এবারও নেতাকর্মীদের শ্লোগান ও মিছিলের মুখরিত নগরীর গোলাপবাগ মাঠ ছাপিয়ে আশপাশের এলাকা।
সমাবেশ শুরু ১০টা ২০ মিনিটে। কিন্তু ভোরের সূর্য ওঠার আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। মাঠের বাইরে গোপীবাগ থেকে সায়েদাবাদ, মানিকনগর, ধলপুর পুরো এলাকা লোকে লোকারণ্য।
নানা বাধা ও প্রতিবন্ধকতা এড়িয়ে, দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মিদের মুখে ছিল সরকারের পদত্যাগের একদফা দাবি।
দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার পাশাপাশি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আবব্বাসসহ আটক নেতাকর্মিদের মুক্তির দাবি জানান আগতরা।
নিত্যপণ্যের লাগামহীন বাজারে পিঠ দেয়ালে ঠেকে যাবার কথা জানান অনেকে। বিএনপি ক্ষমতায় আসলে পরিস্থিতির উন্নতি ঘটবে এমন প্রত্যাশার কথা জানান সমবেত নেতাকর্মিরা।
ঢাকার গণসমাবেশে সামিল হতে শারীরিক প্রতিবব্ধকতাকে হার মানালো যারা; তারাও বললেন, বর্তমান সরকারকে হটাতে না পারলে, স্বাভাবিক জীবনযাত্রা অসম্ভব।
ভোটাধিকার ফিরে পাওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ের কথা জানান তৃণমূলের হাজারও নেতাকর্মি।