ঢাকার কেরানীগঞ্জের নূরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জের নূরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানিয়েছেন, রবিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীদের দাবি—আগুনে ওই মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে কোটি কোটি টাকার তৈরি পোশাক ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নুরু সুপার মার্কেটটি টিনশেডের। ওই মার্কেটে ছয় শতাধিক দোকান রয়েছে। মার্কেটের পূর্বপাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ একটি দোকানে ঢুকে পড়ে। সেখান থেকে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।