ঢাকার চারপাশে নদীর পাড়ে উড়াল সড়ক নির্মাণে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঢাকার চারদিকে নদীর পাড় দিয়ে উড়াল সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের প্রতিটি বন্দরে স্ক্যানার মেশিন বসানোরও পদক্ষেপ নিতে বলেন তিনি। সকালে একনেক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অপরদিকে, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণসহ আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৯০ কোটি টাকা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটির সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ফ্ল্যাটের ভাড়া না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে, দেশের প্রতিটি বন্দরে স্ক্যানার মেশিন বসাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী।
একনেক সভায় মোট আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা। এছাড়া, ঢাকার চারপাশে নদীর পাড়ের এলিভেটেড ওয়ে নির্মাণ ও শিল্প আবাসনের বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে না ফেলার নির্দেশনা দিয়েছেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।