ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ বাড়লো আরো এক সপ্তাহ

- আপডেট সময় : ০৮:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় করোনার প্রথম রেডজোন- গ্রীন রোড ও পূর্ব রাজাবাজারে দু’ সপ্তার লকডাউনের মেয়াদ আজ শেষ হবার কথা থাকলেও তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে ৯ জুন থেকে লকডাউন করার পর ওই এলাকার করোনা সংক্রমণ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ওই এলাকার সংক্রমণ আরো নিয়ন্ত্রণ করতে প্রতিটি বাড়ির বর্জ্য অপসারণে নির্দিষ্ট পলিব্যাগ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়র বলেন, ঢাকার অন্যান্য রেডজোনের এলাকা স্বাস্থ্য বিভাগ চূড়ান্ত করে দিলে সেখানেও লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। অন্যদিকে মেয়র তাপস জানিয়েছেন রেডজোন লকডাউনে সীমানা নির্ধারণের অপেক্ষায় রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকার প্রথম রেডজোন- পুর্ব রাজাবাজার ও গ্রীণ রোড এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৯ জুন থেকে ১৪ দিনের জন্য লকডাউন করে উত্তর সিটি করপোরেশন। এর মধ্যে সংক্রমণ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বুধবার থেকে তা আরও ৭ দিন বাড়ানোর ঘোষণা দেন মেয়র।
ঢাকার প্রথম রেডজোন- পুর্ব রাজাবাজার ও গ্রীণ রোড এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৯ জুন থেকে ১৪ দিনের জন্য লকডাউন করে উত্তর সিটি করপোরেশন। এর মধ্যে সংক্রমণ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বুধবার থেকে তা আরও ৭ দিন বাড়ানোর ঘোষণা দেন মেয়র।
দক্ষিণ সিটি মেয়র তাপস জানান, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই রেডজোনে লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এখন শুধু এলাকাভিত্তিক সীমানা নির্ধারণের অপেক্ষা।
মেয়র তাপস রেডজোন এলাকার বাসিন্দাদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।