ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার কুলখানী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠে এই কুলখানী অনুষ্ঠিত হয় । অসংখ্য মানুষের উপস্থিতিতে সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনায় কোরাআন তেলাওয়াত শেষে দোয়া করা হয়। কুলখানীতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা, কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টি, ২০ দলীয় জোট, ঐক্যফ্রন্ট নেতা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এই দোয়া অনুষ্ঠানে। বাবার জানাজায় উপস্থিত হওয়ার জন্যে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা।