ঢাকার সাভার ও ধামরাইয়ে আইন অমান্য করে বেপরোয়া গতিতে চলছে অবৈধ অটোরিক্সা
- আপডেট সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২০৩২ বার পড়া হয়েছে
ঢাকার সাভার ও ধামরাইয়ে আইন অমান্য করে বেপরোয়া গতিতে চলছে অবৈধ অটোরিক্সা। এতে প্রতিদিনই মহাসড়াকে ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীরা। খোদ পৌরসভার বিরুদ্ধে এসব নিষিদ্ধ যানের লাইসেন্স দেয়ার অভিযোগ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে এসব যানবাহন আটক করলেও পরে টাকার বিনিময়ে তা ছেড়ে দেয়া হয়।
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়াকের পল্লীবিদুৎ থেকে বাইপাইল বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের উভয় পাশেই বেপরোয়া গতি এবং উলটোপথে নিয়মিতই চলচল করতে দেখা যায় এসব অবৈধ থ্রি হুইলাকে।
যানবাহন চালকরা জানালেন, মহাসড়কে এসব অবৈধ ৩চাকার যান চলাচলের কারনে মাঝে মাঝেই সমস্যার সৃষ্টি হয়, ঘটে দূর্ঘটনা।
মহাসড়কে চলাচলের বিষয়ে জানতে চাইলে অটোরিক্সার চালকরা জানান, মাঝে মাঝে পুলিশ আটক করলেও টাকা দিলে পরে ছেড়ে দেওয়া হয়।
পৌর মেয়রের দাবী মহাসড়কে নয় এসব লাইসেন্স দেওয়া হয়েছে পাড়া-মহল্লার সড়কে।
সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে সড়কে ফিরবে শৃঙ্খলা এমনটাই প্রত্যাশা যানবাহন চালকসহ সাধারণ মানুষের।