ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডিজিটাল সামিট-২০১৯
- আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল বাংলাদেশ কিভাবে বিশ্ব নেতৃত্বে এগিয়ে নেয়া যায় সেই রুপরেখা পর্যালোচনা এবং প্রস্তাবনার নিরিখে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডিজিটাল সামিট-২০১৯।
সকালে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপি ডিজিটাল সামিটের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান । আর বিকেলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় , গ্রাম থেকে শহর সবখানেই পৌঁছে গেছে সুবিধা। বাংলাদেশে খুব অল্প সময়েই ডিজিটাল বিপ্লব ঘটেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছা ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায়। উন্নত বিশ্বে এখন চতুর্থ শিল্প বিপ্লব ঘটছে। বাংলাদেশও সেখানে পিছিয়ে থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।