ঢাকায় আসছেন জো বাইডেনের কর্মকর্তা জন কেরি
- আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসছেন জো বাইডেনের কর্মকর্তা জন কেরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের আমন্ত্রণ পৌঁছাতেই তার এই সফর।
কাল কয়েক ঘণ্টার সফরে দিল্লি থেকে ঢাকায় আসছেন জন কেরি। মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় আসবেন তিনি। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট।২২ ও ২৩ এপ্রিল ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারতসহ ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জন কেরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত।