ঢাকায় কেনেডি জুনিয়র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়র আট দিনের সফরে সপরিবারে ঢাকা এসেছেন আজ।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৫ নভেম্বর কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছ রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন। বক্তব্য দেবেন, প্রতিবন্ধীদের অধিকারের
ওপর। সাক্ষাৎ করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী, ছেলে-মেয়েসহ কেনেডিসহ পরিবারের অন্য সদস্যরাও।