ঢাকায় চারদিকে ধূলিকণা ভাসছে কুয়াশার মতো
- আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকায় চারদিকে ধূলিকণা ভাসছে কুয়াশার মতো। বুকভরে শ্বাস নেয়া যাচ্ছে না। শীতের শুরু থেকেই বায়ুদূষণের দিক থেকে ঢাকা প্রায়ই উঠে আসছে বিশ্বের শীর্ষে। গত বছরের তুলনায় এ বছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণ বেড়েছে ১৯ শতাংশ। বাতাসের বিষে চরম ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। গবেষণায় উঠে এসেছে, নানা রকম দূষণে বাংলাদেশে প্রতিবছর মারা যাচ্ছে এক লাখ ২৩ হাজার মানুষ।
এরপরও দূষণ ঠেকাতে সরকারের তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। দূষণ কমাতে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাও উপেক্ষিত। খসড়া তৈরির দুই বছরেও পাস হয়নি ‘নির্মল বায়ু আইন’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকায় দূষণ বাড়ার উপযোগী উপাদান দিন দিন বাড়ছে। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড, ইটভাটা, বর্জ্য পোড়ানো, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া দূষণের জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তরের গবেষণা বলছে, ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা দায়ী ৫৮ শতাংশ, রোড ডাস্ট ও সয়েল ডাস্ট ১৮, যানবাহন ১০, বায়োমাস পোড়ানো ৮ এবং অন্যান্য উৎস ৬ শতাংশ দায়ী।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সর্বশেষ জরিপ বলছে, বায়ুদূষণের জন্য ৫০ শতাংশ দায়ই তরল জ্বালানি পোড়ানোর মাধ্যমে তৈরি হওয়া ধোঁয়া।