ঢাবি’র পুরনো, জরাজীর্ণ, ভগ্ন স্থাপনা সংস্কার করা হবে : উপাচার্য
- আপডেট সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পুরনো, জরাজীর্ণ, ভগ্ন স্থাপনা অতিদ্রুত সম্পূর্ণরূপে সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ হল আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডি দিবসের ৩৭ বছর আজ। ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অনুদ্বৈপায়ন ভবনে টিভি রুমের ছাদ ধসে মারা যান অন্তত ৪০ জন।
দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কর্তৃপক্ষ।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামানসহ অনেকে। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন কখনোই না ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভবনের সংস্কার কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপাচার্য।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা।
শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়।