ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত
- আপডেট সময় : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বিকেলে এ দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিসির সাথে বৈঠক করতে বিকেল সোয়া চারটার দিকে নীলক্ষেত দিয়ে ছাত্রদল ক্যাম্পাসে ঢোকে। এর আগে থেকেই ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ। ভিসি’র জন্য ছাত্রদলের আনা ফুলের তোড়া ভেঙে ফেলে ছাত্রলীগের এক কর্মী। পরে এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল নেতা-কর্মী দৌড়ে এসে লাঠিসোটা ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের পেটাতে শুরু করে। আরেকটি অংশ ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদলের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। তারা ক্যাম্পাসে একক আধিপত্য ও ত্রাসের রাজনীতি করতে চায়। এজন্য ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের দাবি, বিনা উসকানিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।