ঢাবিতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে। সকালে দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে সকালে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে ছাত্রদল। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে দু’পক্ষের নেতা-কর্মীরা আহত হয়। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা শক্ত অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পরপরই ছাত্রলীগের মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।