তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরবে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে জেলহত্যা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আরও বলেন, দেশ থেকে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করাই এখন চ্যালেঞ্জ।
বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অংশ নেয় আওয়ামী লীগে শীর্ষ নেতারা।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় চার নেতার স্মৃতিচারণ করেন দলের সভপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এর আগে সকালে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জেল হত্যা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলকে অভিভাবক শূন্য করতে হত্যা করা হয়েছিলো জাতীয় চার নেতাকে।
এছাড়া দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরা।