তত্ত্বাবধায়ক সরকার ও সংলাপ নিয়ে আলোচনা হয়নি : কাদের
- আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংলাপ নিয়ে আলোচনায় হয়নি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদুত জানান, বাংলাদেশে সহিংসতাহীন অবাধ ও সুষ্ঠু, নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানান পিটার হাস।
পরে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল।
তিনি জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংলাপ নিঙে কোনো আলোচনা হয়নি।
নির্বাচন সামনে রেখে সরকার বিদেশিদের কোনো ‘চাপ’ অনুভব করছে না বলেও জানান ওবায়দুল কাদের।