তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন করতে দেয়া হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন করতে দেয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায়, দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যোগ দেন। এ সময় মির্জ ফখরুল আরো বলেন, ২০০১ সালের ১ অক্টোবর বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছিল। এরপর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নয়, এটি আওয়ামী লীগেরই দাবি ছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এটা প্রথম উদ্যোগ। এরপর ধাপে ধাপে আরও কর্মসূচি আসবে বলেও জানান মির্জ ফখরুল।