তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনও নির্বাচনই হবে না: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনও নির্বাচনই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করে বলেন, সংবিধান না বুঝেই সরকারপক্ষ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করছেন। কিন্তু সরকার-বিরোধিতা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দাবি আদায়ে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে। আরেক নেতা গয়েশ্বর রায় বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না।
শনিবার ময়মনসিংহে নির্ধারিত স্থানে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি এখনো না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, কোন দ্বন্দ্বে গিয়ে নয়, শান্তির্পূণ ও সুশৃংখল পরিবেশে সমাবেশ করতে আগ্রহী বিএনপি। এ বিষয়ে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে…খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন-বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই যে সুষ্ঠু হবেনা, তারই প্রমাণ গাইবান্ধা উপনির্বাচন ।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একনায়কতন্ত্রের বাংলাদেশে রাজনীতির কোন সুষ্ঠু পরিবেশ নেই। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সংগে কথা বলার সময় ফখরুল আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রসংগে তিনি বলেন, রাষ্ট্রের অর্থ ও সংবিধান না বুঝে অনেকে এই বিশেষণ ব্যবহার করছেন।