তদন্তে দোষী সাব্যস্ত হলে সরকারের যে কোন সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছে শাবিপ্রবি উপাচার্য
- আপডেট সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তদন্তে দোষী সাব্যস্ত হলে সরকারের যে কোন সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ভিসির পদত্যাগে শিক্ষার্থীদের দেয়া আল্টিমেটাম শেষ হয়েছে বেলা ১২টায়।
দাবি না মানা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। এর আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এর আগে শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলনে যারা সংহতি প্রকাশ করবেন কেবল তাদের সঙ্গেই আলোচনা করা হবে। তিন দফা দাবিতে আন্দোলন শুরু হলেও রোববার ক্যাম্পাসে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার পর আন্দোলনের মোড় ঘুরে যায়। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রোববার রাত থেকে বিক্ষোভ শুরু করেন। এদিকে, ২ ফেব্রুয়ারী শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে।