তরুণ-তরুণীদের বিশেষ সার্জারির মাধ্যমে বানানো হচ্ছে হিজড়া
- আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৯৬৮ বার পড়া হয়েছে
কোনো কাজকর্ম করতে না হলেও আয় অনেক বেশি- এমন প্রলোভন দেখিয়ে তরুণ-তরুণীদের বিশেষ সার্জারির মাধ্যমে বানানো হচ্ছে হিজড়া। চারিত্রিক বিকৃতি ঘটিয়ে জড়ানো হচ্ছে চাঁদাবাজিতে।
গাজীপুরে এমন একটি চক্রের ফাঁদে পড়ে এখন হায় হায় করছে চল্লিশ দরিদ্র যুবক। অতিষ্ঠ সাধারণ জনগণ সম্প্রতি এদের প্রতিরোধ শুরু করেছে। তদন্ত করে এই দুষ্ট চক্রকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।
অধিক আয়ের প্রলোভনে বিশেষ সার্জারির মাধ্যমে বানানো হচ্ছে হিজড়া। এদের অধিকাংশই এক সময় স্বাভাবিক জীবন-যাপন করতেন। প্রথম অবস্থায় ভালো সময় কাটলেও,এখন কাটছে নিদারুণ কষ্টে।
প্রলোভন দেখিয়ে, বিশেষ অঙ্গ কর্তনের মাধ্যমে হিজড়া বানানো হয় প্রায় ৪০ জন তরুন তরুনীকে। সার্জিক্যাল পদ্ধতিতে গোপন অঙ্গ কেটে এবং ওষুধ সেবনের মাধ্যমে তাদের শারীরিক অবয়বে পরিবর্তন আনা হয়।
হিজড়া নামের আড়ালে গাজীপুরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন-খারাবিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে অনেকে। বিভিন্ন পাড়া-মহল্লায় এইসব হিজড়া নিয়োগ দিয়েছে নিজস্ব সোর্স।
তাদের মাধ্যমেই কোনো নবজাতক জন্ম গ্রহণের খবর সঙ্গে-সঙ্গে তারা পেয়ে যায়। আর সে তথ্যের ভিত্তিতে বেঁধে দেয় চাঁদার পরিমাণ।
তবে মুঠোফোনে নিজে পুরুষ স্বীকার করলেও লিঙ্গ পরিবর্তনে তার জড়িত থাকার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন বাবু হিজড়া।
এদিকে সমাজসেবা অধিদপ্তরে হিজরাদের জীবন মান উন্নয়নের জন্য ট্রেনিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে ।
পুলিশ বলছে, অপরাধ করলে হিজড়াদেরও আইনের আওতায় আনা হবে।
ভালো কাজে নিজেদের নিয়োজিত করে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভুক্তভোগী হিজড়াদের।