তাইওয়ানে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় হাইকুই
- আপডেট সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
চার বছর পর আবার ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তাইওয়ানে। রোববার তাইওয়ানের পূর্ব তটভূমিতে আছড়ে পড়ে হাইকুই।
হাইকুই তাইওয়ানে প্রবেশ করার পরই হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। তাইওয়ানে এখন প্রবল বৃষ্টি পড়ছে। প্রবল হাওয়াও বইছে। বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।
হাইকুই আছড়ে পড়ার আগেই চার হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, সেই জায়গাটা মূলত পাহাড়ি এলাকা। সেখানে মানুষের বসবাস কম। তাও মানুষকে পাহাড়ের দিকে না যাওয়ার আবেদন করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতেও মানা করে দেয়া হয়েছে।
সেই সঙ্গে দুইশটি বিমান বাতিল করেছে তাইওয়ান। স্কুল ও কলেজের ছুটি দেয়া হয়েছে। অফিসও একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার হংকং ও দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় সাওলা আছড়ে পড়ে। তার তুলনায় হাইকুই কম শক্তির। তাইওয়ান খাড়ি পেরিয়ে এই ঝড়ের চীনে ঢোকার কথা।
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ