তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া ব্যুরো বলছে, তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস বলছে, তাইওয়ান ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল স্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর হুয়ালিয়েন থেকে ৫৬ কিলোমিটার দূরে সমুদ্রে। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে ব্যস্ত সময়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ সময় শহরের ভবনগুলো তীব্রভাবে দোল খায়।