তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
৮ বিভাগে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সারাদেশে চলমান এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। এসময়ের মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলতি মাসের বাকি দিনগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে, প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে স্বস্তি মিলেছে না কোথাও। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে ঈদের ছুটিতে চিকিৎসক কম থাকায় বিভিন্ন হাসপাতালে সেবা পেতে ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের। এ সময়ে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই শিশু।