তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের ৩০ জন আহত
- আপডেট সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। এসময় ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
গেলো সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় জানায়, কাউন্সিল প্রার্থী রুহুল ফরাজি সমর্থকদের পথসভার একই সময় আনোয়ার হোসেনের ডালিম মার্কার সমর্থক মিছিল নিয়ে পথসভা করে। এসময় দু’পক্ষের সর্মথকদের স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাংচুর ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়।এতে দু’পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।