তারেক-জুবাইদার কারাদণ্ডের প্রতিবাদে, মহানগর ও জেলা পর্যায়ে চলছে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
- আপডেট সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মহানগর ও জেলা সদরে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা দ্রুত রায় প্রত্যাহারের দাবি জানান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি। বিকেলে কাজির দেউড়ি দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ফের একতরফা নির্বাচন ও ভোট চুরি করে ক্ষমতায় যেতেই সরকারের নির্দেশে সাজানো রায় দিয়েছে আদালত। কিন্তু এসব করে কোন লাভ হবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এসব ফরমায়েশি রায় হারিয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
বরিশালে বেলা ১১টায়, দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এবং সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা বিএনপি নেতা জিয়াউল হক সাবু সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, এক দফা আন্দোলন দমানোর লক্ষ্যে তারেক রহমান ও জুবায়দা রহমানের বিরুদ্ধে আদালত সরকারের ফরমায়েসী রায় দিয়েছে। তারা অবিলম্বে রায় প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জে রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে নগরীর খানপুর এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচী পালন করেন তারা। বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আলাদা মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। পরে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় বাতিল করতে সরকারের প্রতি দাবি জানান।
নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, বিএনপির একদফা আন্দোলনে ভয় পেয়ে সরকার এ ফরমায়েসি রায় ঘোষণা করিয়েছে। তারা অবিলম্বে রায় প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ আরো অনেকেই।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দুপুরে শহরের পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীবাড়ী মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান, ব্যারিস্টার রবিউল আলম সৈকত। বক্তারা অবিলম্বে সরকারকে জেল-জুলুম বন্ধ করে পদত্যাগের আহবান জানান।