তারেক রহমান দেশে আসলেই দেখা যাবে বিএনপির মরা গাঙ্গে ঢেউ আসে কি না : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
তারেক রহমান দেশে আসলেই দেখা যাবে বিএনপির মরা গাঙ্গে ঢেউ আসে কি না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান কোন বছর আসবেন এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরও বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার ১৩ বছর পার করলেও দেশে আসার সৎ সাহস দেখাতে পারেনি তারেক রহমান। পরে টাঙ্গাইলের ভাতকুড়া করোটিয়া-বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।