তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
মানিবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। তবে তিনি বলেন, দ্বাদশ নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এসব কথা বলেন হাই কমিশনার। আর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামী। উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে যা করা দরকার, সরকার তা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদে সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে হাই কমিশনার বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্য যে বক্তব্য দিয়েছিল, সে অবস্থানে তারা অনড়। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজের পরিধি বাড়ানো, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। উপযুক্ত সময়ে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানান ড. হাছান মাহমুদ।