তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আলাপ-আলোচনা চলছে: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রিজেন্ট এবং জেকেজি থেকে যারা যোগসাজশে ভুয়া সার্টিফিকেট নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিপুল অর্থে ইচ্ছাকৃতভাবে ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেকেই প্রণোদনা নিয়ে থাকতে পারে। এমন অসৎ উদ্দেশ্য তদন্ত সাপেক্ষে বেরিয়ে এলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তথ্যমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আলাপ-আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।
রিজেন্ট ও জেকেজি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে করোনা পরীক্ষায় যে নজিরবিহীন দুর্নীতি করেছে তা এখন সর্বোচ্চ আলোচিত। অনেকেই শাহেদ, আরিফ চৌধুরী ও সাবরিনার এই অনৈতিক কর্মকান্ডের সুযোগ নিয়ে সরকারী প্রণোদনাও নিয়েছে। কি হবে তাদের? সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এর উত্তর দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি কারনে দেশে আনা যাচ্ছে না তার ব্যাখ্যাও দেন মন্ত্রী। তিনি বলেন, এক-এগারোর কুশীলবরা সুশীল ছদ্মনামে নানা কথা বলেন। তাদের গতিবিধির ওপরও সরকারের নজর আছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।