তালেবানের সঙ্গে আবারো শান্তি আলোচনা শুরু হয়েছে : ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তালেবানের সঙ্গে আবারো শান্তি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার আফগানিস্তানে মার্কিন সেনা ক্যাম্পে অঘোষিত এক সফরের সময় এ কথা জানান ট্রাম্প। এটিই তার আফগানিস্তানে প্রথম সফর। তিনি বলেন, তালেবান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে করতে চায়, এ জন্য তারা আলোচনায় বসেছে। যুক্তরাষ্ট্র আগেও তাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলো, কিন্তু তখন তারা রাজি হয়নি। তবে এখন তারা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে বলে জানান তিনি। তারা এবার সমাধানে পৌছাবে বলে আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। গেলো সেপ্টেম্বরে তালেবানের হামলায় এক মার্কিন সৈন্য নিহত হওয়ার পর শান্তি চুক্তি আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছিলেন তিনি।