তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রীকে বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী হিচাম মিচিচিকে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ।
করোনা সামলাতে ব্যর্থতার অভিযোগে দেশটিতে বেশ কিছুদিন ধরেই সরকারবিরোধী আন্দোলন চলছিল। রবিবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিজ বাসভবনে জরুরি বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট কাইস সাইদ জানান, তিউনিসিয়ায় শান্তি ফিরে আসার আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। একজন প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন। এখন আর কোন সহিংসতা হলে সেনা মোতায়েনেরও কথা বলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে ক্যু বলে অভিহিত করেছেন বিরোধীরা। করোনায় বিপর্যস্ত তিউনিসিয়ায় অর্থনৈতিক সংকট দেখা গেছে।