তিন কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত সরকারের
- আপডেট সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরার ওপর আরও কড়াকড়ি আরোপ করা হবে। মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা এবং পরবর্তীতে কারাদন্ড দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশে প্রথম আসা তিন কোটি ডোজ টিকা বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবদের নিয়ে বসে মন্ত্রিপরিষদ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। করোনা মোকাবিলায় সবার মাস্ক পরা নিশ্চিত করতে সর্বোচ্চ জরিমানা ও পরবর্তীতে কারাদন্ডের মত শাস্তি দিতে পারে ভ্রাম্যমান আদালত।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও শর্ত মেনে দেশে প্রথম আসা তিন কোটি ডোজ টিকা বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করা হবে। ভারত থেকে এই টিকা কিনবে বাংলাদেশ- এমনই সিদ্ধান্ত মন্ত্রিসভার।
এছাড়া দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ – ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে তথ্য দেয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান থাকবে।