তিন দফা বন্যায় দেশে প্রায় ৫ হাজার ৭৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এবছর তিন দফা বন্যায় দেশে প্রায় ৫ হাজার ৭৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এ বছর বন্যায় দেশের ৩৩টি জেলা বন্যা কবলিত হয়।
বর্তমানে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ মধ্যাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং জোয়ারের পানিও নেমে গেছে। কোন এলাকাতেই আর বন্যা নেই। তবে অনেক জায়গাতে এখনও জলাবদ্ধতা আছে, মানুষের কিছুটা দুর্ভোগ আছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন আগামীতে নতুন করে নদীর পানি বাড়লেও জনবসতি প্লাবিত হওয়ার কোন সম্ভাবনা নেই। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।