তিন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছে হেফাজত নেতা জাকারিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
স্ত্রী ছাড়াও আরো তিন নারীর সঙ্গে অনৈতিক শারিরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি।
বিকেলে জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি জানান, বুধবার বিকেলে হাটহাজারীসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজত কর্মীদের সহিংসতা ও ভাংচুর মামলায় কক্সবাজারের চকরিয়া থেকে নোমান ফয়েজিকে গ্রেফতার করে পুলিশ। তার মোবাইলের কললিস্ট ও ফেসবুক চ্যাটিং থেকে একাধিক নারীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পড়ে জিজ্ঞাসাবাদে তিন নারীর সঙ্গে বিবাহ বহির্ভুত শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন নোমান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে দেশব্যাপী হেফাজত কর্মীদের সহিংসতার ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেন তিনি।