তিন বছরেও চালু হয়নি ভোলা সদর জেনারেল হাসপাতালের আধুনিক ভবন
- আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
তিন বছরেরও চিকিৎসা সেবার জন্য চালু হয়নি ভোলা সদর জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক ৭ তলা ভবনটি। ফলে দীর্ঘদিন অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতিসহ সরকারের কোটি টাকার সম্পদ। অন্যদিকে পুরাতন ভবনে শয্যা সংকটসহ নানা সমস্যায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রোগীরা।
৪৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ভোলা জেনারেল হাসপাতালে দৃষ্টিনন্দন আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট ৭ তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালের জুলাই মাসে।
ভবনটিতে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, মেডিক্যাল গ্যাস সিস্টেম, লিফট ও সিসি ক্যামেরাসহ রয়েছে চিকিৎসা সেবারসব রকমের আধুনিক সুবিধা।
কিন্তু তিন বছরেও ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা চালু না হওয়ায় নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, বিভিন্ন যন্ত্রপাতি।
পুরনো ১০০ শয্যা ভবনে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকে।
লোকবল না বাড়ালে প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব নয় বলে জানান কর্তব্যরত নার্সরা।
প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে রোগীদের সাথে অপেশাদারী আচরণের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে চলমান সংকট সমাধানের কথা জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক।
ভবনটি উদ্বোধনের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান সিভিল সার্জন।
২৫০ শয্যা আধুনিক ভবনটি চালু হলে জেলার ২১ লাখ মানুষের চিকিৎসা সেবার নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা ভোলাবাসীর।