তিন মামলায় নোবেল জয়ী ড. ইউনূসের কর ফাঁকির অভিযোগ প্রমাণিত
- আপডেট সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তিনটি দাতব্য ট্রাস্টকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ড. ইউনূসের করা ৩টি আবেদন খারিজ করে আজ এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ । আদালতের পর্যবেক্ষণে তুলে ধরে অ্যাটর্নী জেনারেল জানান, মৃত্যুর আশঙ্কায় সম্পত্তি, ব্যক্তিগত সুবিধা নিতে ট্রাস্ট গঠন করেছেন ড. ইউনুস।
নোবেল বিজয়ী ও বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস মৃত্যূভীতির কারণে তিনটি ট্রাস্ট গঠন করে জমিয়েছেন অর্থ ।
২০১১-১২ করবর্ষে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা, ২০১২-১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখের বিপরীতে ১ কোটি ৬০ লাখ আর ২০১৩-১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ লাখ দানের বিপরীতে ১ কোটি ৫০ লাখ টাকার কর দাবি করে তিন দফায় নোটিশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
এনবিআরের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ড. ইউনুস। শুনানী শেষে ২০১৪ সালে মামলাটি খারিজ করে রায় দেয় কর আপিল ট্রাইব্যূনাল।
পরে উচ্চ আদালতে আলাদা তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন অর্থনীতিবিদ ড.ইউনুস। আইনী প্রক্রিয়া শেষে বুধবার এই আয়কর রেফারেন্স মামলা খারিজ করে ড.ইউনুসকে দান করের ১৫ লাখ ৩৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। এসময়ে আদালতের পর্যবেক্ষণও তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ের প্রতিক্রিয়া জানান ড. ইউনুসের আইনজীবী।কর ফাঁকি নিয়ে এটিই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টের এটি প্রথম রায়।