তিন মাসের বকেয়া বেতন না নিয়ে কিছুতেই ঘরে ফিরবে না পোশাক শ্রমিকরা
- আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
তিন মাসের বকেয়া বেতন না নিয়ে কিছুতেই ঘরে ফিরবে না পোশাক শ্রমিকরা। এই দাবিতে রাজধানীর মালিবাগে রাস্তায় বিক্ষোভ করে তারা। এতে রাস্তায় যানজট দেখা দিলে, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে মালিক ও শ্রমিকদের নিয়ে মিমাংসার চেষ্টা চালায় পুলিশের খিলগাঁও জোনের এডিসি নুরুল আমিন।
করোনার কারণে সরকার ঘোষিত ছুটিতে বেঁচে থাকাই দায়, নিম্ন আয়ের মানুষের। এর মধ্যে রাজধানীর মালিবাগের একটি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। দৈনন্দিন খরচ ও ঘর ভাড়া দিতে না পেরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে তারা।
বিক্ষোভের সময় মালিবাগ-রামপুরা সড়কে অচলাবস্থা দেখা দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের আশ্বাস দেন ঘটনা মিমাংসার। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রামপুরা থানায় বৈঠক করে পুলিশ।
শিগগিরি শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধরে প্রতিশ্রুতি দেন গামের্ন্টস মালিক হাবিবুর রহমান মুমিন।
বেতন-ভাতার নিশ্চয়তা না পেলে আবারও রাজপথে নামার হুমকি দিয়েছে কর্মীরা।