তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তিনি জানান, আগামী সপ্তাহে দেশের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ইউই বিশেষজ্ঞ টিমের বাংলাদেশে আগমনের বিষয়েও আলাপ হয়েছে।
বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ৩ সদস্যের প্রতিনিধি দল ।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে অন্য দুই সদস্যের মধ্যে ছিলেন ইইউর ডেপুটি রাষ্ট্রদূত স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে উপস্থিত ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব জানান, দেশের নির্বাচন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভাবনা চিন্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে তাদের। তিনি বলেন, বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।