তিনজন মেডিকেল অফিসার দিয়ে চলছে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতাল
- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
খুলনায় মাত্র তিনজন মেডিকেল অফিসার দিয়ে জোড়াতালি দিয়ে চলছে ২১ জেলার একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল। নেই–ওষুধের প্রয়োজনীয় সরবরাহ। শয্যা ও লোকবল সংকট তো রয়েছেই। আধুনিকায়ন না হওয়ায় মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতালের কর্মকর্তারা। পরিত্যক্ত আবাসিক ভবনটি মাদকসেবীদের নিরাপদ স্থানে পরিনত হয়েছে বলে ক্ষোভ জানায় এলাবাবাসী।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ডায়রিয়া, টিটেনাস, হাম, জলাতঙ্কসহ সংক্রামক রোগের চিকিৎসায় জন্য ১৯৬৮ সালে খুলনার মীরেরডাঙ্গায় ভৈরব নদীর পাশে এই হাসপাতালটি নির্মাণ করা হয়। চার একর জমির ওপর গড়ে ওঠা হাসপাতালটি ২০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে।
৪৮ বছর পার হলেও বাড়েনি শয্যা সংখ্যা ও জনবল। হাসপাতালের কর্মকর্তা ও নার্সদের আবাসিক ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কর্মচারিদের দুটি ডরমেটরি ভবনও বসবাসের অনুপযোগী। পরিত্যক্ত আবাসিক ভবনটি মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে ক্ষোভ জানায় এলাকাবাসী।
উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিরাপত্তার ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনকে আবহিত করেও কোনো সুফল পাননি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
দ্রত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সিভিল সার্জন।
হাসপাতালের আধুনিকায়ন করে মানসম্মত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিনাঞ্চলের ভুক্তভোগী মানুষ।