তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০১:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।
তাকে বহনকারী এয়ার ইন্ডিয়া ওয়ান উড়োজাহাজটি সকাল ১১টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকেই ভারতের রাষ্ট্রপতি গেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে শ্রদ্ধা জানান ৭১’র বীর শহীদদের প্রতি। ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা প্রথমবার বাংলাদেশে সফরে আসা ভারতের প্রেসিডেন্টের। বিকেলে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সংগে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রামনাথ কোবিন্দ অংশ নেবেন নৈশভোজে। এছাড়াও আগামী দুদিনে ভারতের রাষ্ট্রপতি অংশ নেবেন বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে। এরমধ্যে ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। ১৭ ডিসেম্বর দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে রামনাথ কোবিন্দ রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন।